• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

সেরা প্রত্যাবর্তন হবে রাদুকানুর, অভিমত বিশেষজ্ঞদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৭:২৩ পিএম
সেরা প্রত্যাবর্তন হবে রাদুকানুর, অভিমত  বিশেষজ্ঞদের
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

আগামী ২০২৫ সালের মৌসুম কেমন হবে, সেটা নিয়ে সাবেক তারকা খেলোয়াড় ও টেনিস বিশেষজ্ঞ লরা রবসন, টিম হেনম্যান, অ্যালেক্স কোরেটজা ও ম্যাটস উইল্যান্ডার  নিজ নিজ অভিমত ব্যক্ত করেছেন।

বছরের প্রথম গ্রান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে তারা তাদের ভবিষ্যদ্বাণী জানিয়েছেন। এরআগে জ্যাক ড্রেপারের উইম্বলডন ফাইনালে পৌঁছানো এবং নিক কিরগিওসের শীর্ষ ২০-এ ফিরে আসা সহ কিছু সাহসী বক্তব্য ছিল তাদের। তাই তাদের বক্তব্য শোনার আগ্রহ রয়েছে অনেক টেনিস পিপাসুদের।

পুরুষদের ইভেন্টে জ্যানিক সিনার ও কার্লোস আলকারাজের রাজত্ব শুরু হওয়া এবং আরিনা সাবালেঙ্কার নারীদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার এক বছর পর টেনিস বিশ্বে কি হবে তা নিয়েই মূলত কথা বলেছেন ঐ চার বিশেষজ্ঞ।

নারীদের ইভেন্টে সবচেয়ে বড় প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে কোরেটজা বলেন, ‘আমি বেলিন্ডা বেনসিকের পক্ষে রয়েছি। হেনম্যান বলেন, আমিও বেলিন্ডা বেনসিকের প্রত্যাবর্তন দেখতে পাচ্ছি।  

তবে উইল্যান্ডার বলেন, আমার বাজি এমা রাদুকানু। আমি আশা করছি ও প্রার্থনা করছি সে বছরের সেরা কামব্যাক প্লেয়ার হোক। রবসনও রাদুকানুর পক্ষে। তিনি বলেন, এমা (রাদুকানু) বছরের সেরা প্রত্যাবর্তনকারী খেলোয়াড় হবেন।

 

Link copied!