• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দুজন সিনিয়রের ফর্মে না থাকা প্রভাব ফেলেছে : তাসকিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ১২:৩০ পিএম
দুজন সিনিয়রের ফর্মে না থাকা প্রভাব ফেলেছে : তাসকিন
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আসরে সুপার এইটে উঠলেও এই পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষের হার নিয়ে তো দারুণ সমালোচনা হচ্ছে। এ ছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার কাছে হারও মেনে নিতে পারছেন না টাইগার সমর্থকরা। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ মোটেও প্রত্যাশিত হয়নি বাংলাদেশের।

আসরজুড়ে টাইগার বোলাররা ভালো করলেও ব্যাটাররা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আর এই ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে দলকে। বিশেষ করে দলের দুই সিনিয়র ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ পুরো আসরেই ছিলেন নিষ্প্রভ। দেশে ফিরে বিমানবন্দরে সেই প্রসঙ্গ তুলে দলের সহঅধিনায়ক তাসকিন আহমেদ বলেন, “দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে। কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি। ৪৭ দিন একসঙ্গে ছিলাম, সবাই একসঙ্গে ছিলাম। অফ দ্য ফিল্ডে সব ভালো ছিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অফ ফর্মে থাকলে ওই দলে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। আশা করছি দ্রুত সামনে এসব কাটিয়ে উঠব।”

তাসকিন আরও বলেন, “আসলে সত্যি কথা বলতে, ভালোর তো শেষ নেই। হ্যাঁ, আরও অনেক ভালো হতে পারত। বিশেষ করে শেষ ম্যাচটা, আমরা সবাই একটু হতাশ হয়েছি। আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে, ১২ ওভারের মধ্যে, যখন বুঝতে পারলাম ১২ ওভারের মধ্যে শেষ করা সম্ভব না, তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই। তাও জিততে পারিনি।”

আসরে বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক দিব বোলিং পারফরম্যান্স। সেই প্রসঙ্গ তুলে তাসকিন বলেন, “ইতিবাচক দিক আছে। পুরো টুর্নামেন্টে বোলিং যথেষ্ট ভালো করেছে। সুপার এইটে এসেছি। সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।”

Link copied!