• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

২০৩০ সালের বিশ্বকাপ হবে ৩ মহাদেশের ৬ দেশে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০২:০৩ পিএম
২০৩০ সালের বিশ্বকাপ হবে ৩ মহাদেশের ৬ দেশে
ছবি: প্রতীকী

আগেই জানা গিয়েছিল ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে তিনটি দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের একক আয়োজক সৌদি আরব। শেষ পর্যন্ত সেটাই হলো। তবে ২০৩০ সালের বিশ্বকাপে ঐ তিন দেশের সঙ্গে আরও তিনটি দেশও আয়োজক হয়েছে। একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। 

বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৩০ সালে। ফলে ছয় বছর পরের বিশ্বকাপে পূর্তি হবে প্রতিযোগিতার ১০০ বছর। তাই সেখানে আরও তিনটি দেশকে সামান্য হলেও আয়োজক হিসেবে সম্মানিত করা হচ্ছে। সবমিলে ২০৩০ সালের বিশ্বকাপের মোট আয়োজক আসলে তিন মহাদেশ ও ছয়টি দেশ। 

বুধবার রাতে ফিফার কংগ্রেসে এই বিষয়টির চূড়ান্ত ঘোষণা আসে। ২০৩৪ সালের বিশ্বকাপের দাবীদার ছিল অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। কিন্তু পরে তারা নাম তুলে নেয়। ফলে সৌদি আরব হয়ে পড়ে একমাত্র বিড করা দেশ। 

এদিকে, নরওয়ে সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে কঠোর সমালোচনা করেছে। তারা বলছে, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। সেখানে বিশ্বকাপের মতো বৈশ্বিক ফুটবল আসর অনুষ্ঠানের অনুমতি দিয়ে ফিফা ঠিক করেনি।

Link copied!