দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণার মাধ্যমে আসন্ন আইপিএল মৌসুমে ১০টি ফ্র্যাঞ্চাইজির ১০ অধিনায়কের নাম চূড়ান্ত হয়েছে।
আইপিএলের ১৮তম আসরে একমাত্র বিদেশি অধিনায়ক প্যাট কামিন্স, বাকি নয়জনই ভারতীয়। এর মধ্যে বেশিরভাগই তরুণ। চলতি বছরের ফেব্রুয়ারিতেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রজত পতিদারের নাম।
কলকাতা নাইট রাইডার্সে গতবার অধিনায়কত্ব করেছেন শ্রেয়াস আইয়ার। এবার প্রথমবারের মতো শিরোপার সন্ধানে থাকা পাঞ্জাব কিংসের ব্যাটন হাতে নামবেন তিনি। আর কলকাতায় তার বদলি হিসেবে থাকছেন আজিঙ্কা রাহানে। আলোচনার বাইরে থাকা এই অধিনায়কের সহকারী দীর্ঘদিন কলকাতায় খেলা ভেঙ্কটেশ আইয়ার।
এদিকে গতবার দিল্লিকে নেতৃত্ব দেওয়া রিশাভ পান্ত সামলাবেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্ব।
আইপিএল শুরু হবে ২২ মার্চ এবং ফাইনাল খেলা হবে ২৫ মে। এবারের মৌসুমের ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিকেলের খেলাগুলি শুরু হবে বাংলাদেশ সময় সময় বিকেল ৪টায় ও সন্ধ্যার ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। কলকাতার ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে আরসিবি।
আইপিএলের ১৮তম আসরে সব দলের অধিনায়ক
কলকাতা নাইট রাইডার্স : অজিঙ্ক রাহানে
লখনউ সুপার জায়ান্টস : রিশাভ পন্থ
পাঞ্জাব কিংস : শ্রেয়স আইয়ার
গুজরাট টাইটানস : শুভমান গিল
মুম্বাই ইন্ডিয়ানস : হার্দিক পান্ডিয়া
সানরাইজার্স হায়দ্রাবাদ : প্যাট কামিন্স
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : রজত পতিদার
চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গায়কওয়াড়
দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল