• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

যে কারণে ব্যাটিং পজিশন বিসর্জন দিলেন রোহিত শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:২৬ পিএম
যে কারণে ব্যাটিং পজিশন বিসর্জন দিলেন রোহিত শর্মা
রোহিত শর্মা । ছবি : সংগৃহীত

স্ত্রী সন্তানসম্ভবা ছিল এবং তার পাশে থাকতে হয়েছে তাকে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে বোর্ডার-গাভাস্কার সিরিজের গোলাপি বলের টেস্ট দিয়ে দলে ফিরছেন রোহিত। তবে চিরচেনা ওপেনিংয়ে তাকে দেখা যাবে না। শুক্রবার অ্যডেলিডে শুরু হবে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট। আর বৃহস্পতিবারই তিনি জানিয়ে দিলেন ব্যাটিং পজিশন পরিবর্তনের বিষয়টি।  

ওপেনিং পজিশন ছেড়ে হঠাৎ করেই মিডল অর্ডারে খেলা তার পক্ষে কঠিন সিদ্ধান্ত। তবে এটা নিয়ে রোহিত বললেন, ‘দলের স্বার্থেই এমন সিদ্ধান্তটা নিতে হচ্ছে।’

ভারত অধিনায়ক বলেন, ‘রাহুল যেভাবে জসওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করেছে, সেটা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তাতে ওরই এটা প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করব। আমার জন্য ব্যক্তিগতভাবে মিডল অর্ডারে খেলা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এমন সিদ্ধান্ত।’

পার্থে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে সেই টেস্টে ২৯৫ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল ভারত।

রোহিতের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর টেস্টে ওপেন করার সুযোগ পান রাহুল। তাতে এতটাই নজর কেড়েছেন যে অ্যাডিলেড টেস্টে তাকেই ফের ওপেনার হিসেবে খেলানোর দাবি উঠে। আর রোহিতও সেটা মেনে নিলেন।

Link copied!