• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে গোপনে কালো কাপড়ে ঘিরে ভারতের অনুশীলন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৭:৩৭ পিএম
যে কারণে গোপনে কালো কাপড়ে ঘিরে ভারতের অনুশীলন
ভারতের অনুশীলন দেখছেন কোচ গৌতম গম্ভীর (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

বেশ অবাক করার মতোই ঘটনা। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মাটিতে টেস্ট সিরিজ। অনুশীলনের টুকিটাকিও তাই ফাঁস হতে দিতে চাইছে না ভারত। গণমাধ্যমের খবর, অস্ট্রেলিয়ার পার্থে কালো কাপড়ে ঘিরে গোপন অনুশীলন সারছে ভারতীয় দলের ক্রিকেটাররা।

সফরকারী ভারতীয় দল শুক্রবার পার্থে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচ দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেবে ভারত।

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ এর একটি প্রতিবেদন অনুসারে, শুক্রবার থেকে রোববার পর্যন্ত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ভারতের একটি তিনদিনের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি সাধারণ জনগণকে দেখতে দেওয়া হবে না, কারণ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্টেডিয়ামটিকে লকডাউন করার অনুমতি নিয়েছে।

২২ নভেম্বর অপটাস স্টেডিয়ামে শুরু হবে এই সিরিজ। তার আগে কঠোর অনুশীলন করছে ভারত। অনুশীলনের আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠ কালো কাপড় দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে। এর কারণ হলো, ভারতীয় বোর্ড চায় না রাস্তা থেকে তাদের কোনও প্রশিক্ষণ সেশন দেখা যাক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ান ক্রিকেট কর্মীদের তাদের অফিসের বাইরে ফোন ব্যবহার করতে এবং মাঠের ভেতরে ছবি তোলাতেও নানা নিয়ম করা হয়েছে। বলা হচ্ছে, অনুশীলনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না।

Link copied!