• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়েকে হত্যার হুমকি সন্ত্রাসীদের, দেশে ফিরছেন না ডি মারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৪, ০২:৩৮ পিএম
মেয়েকে হত্যার হুমকি সন্ত্রাসীদের, দেশে ফিরছেন না ডি মারিয়া
স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে ডি মারিয়া। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবলজয়ী তারকা আনহেল ডি মারিয়ার ওপর জন্মভূমি রোজারিও’র গ্যাং দলের নজর যেন সরছেই না। কদিন আগেই তার রোজারিও সেন্ট্রালের বাড়িতে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি সম্বলিত এক চিরকুট। এবার সরাসরি তার মেয়ের নাম উল্লেখ করে হুমকি দিয়েছে তারা।

ডি মারিয়ার বোনের দোকানে একটি বাক্সে ভরে পাঠানো হয়েছে এই হুমকি। যেখানে বলা হয়েছে, আর্জেন্টিনায় ফিরলেই খুন হতে হবে তার মেয়েকে।

বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আর্জেন্টাইন টিভি চ্যানেলে দেয়া সাক্ষাতে ডি মারিয়া নিজেই জানিয়েছেন এমন হুমকির কথা, ‘আমার বোনের দোকানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

এমন অবস্থায় নিজের ছেলেবেলার ক্লাব থেকে অবসর নেয়ার ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের বাসিন্দা ডি মারিয়া।

হুমকির পর রোজারিওতে আর ফিরছেন না তিনি, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।’

এমন নাজুক অবস্থায় শহরের মেয়রের পক্ষ থেকে নিজ পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা নিতেও নারাজ ডি মারিয়া, ‘বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি–ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক।’

 

Link copied!