দু’বছর পর জনসমক্ষে টেনিস সুন্দরী কুরনিকোভা, কোথায় দেখা গেল তাকে
টেনিসমহলে উদ্বেগ। রাশিয়ার সাবেক টেনিস সুন্দরী আনা কুরনিকোভা কি অসুস্থ? হুইলচেয়ার বসে থাকা তার কিছু ছবি প্রকাশ্যে আসতেই উঠে এসেছে এই প্রশ্ন।সপ্তাহান্তে আনা তার তিন সন্তান এবং তাদের বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। ফ্লোরিডার মায়ামির একটি মলে তাকে হুইলচেয়ারে বসে ঘুরতে দেখা যায়। হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছিলেন তারই এক বান্ধবী। শুধু তা-ই