ফ্র্যাঞ্চাইজি লিগের ঝড় চলছে পুরো বিশ্বে। ক্রিকেট খেলুড়ে সব দেশেই এখন আয়োজন করছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও টি-টেন লিগ। অন্য দেশের মতো সেসব টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদাও বেড়েছে। একটা সময় ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই ধরা হতো সাকিব আল হাসান। কিন্তু সেই চিত্রপট পাল্টে গেছে এখন। সাকিব ছাড়াও বাংরাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার এখন খেলছেন দেশের বাহিরে বিভিন্ন লিগে। এই অবস্থায় ওয়ার্কলোডের ভিত্তিতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার চিন্তা ভাবনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। জিম আফ্রো টি-টেনে আছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। এই মাসেই শুরু হতে যাওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় সুযোগ পেয়েছেন। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা বেড়ে যাওয়ায় ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনা করেই দেওয়া হচ্ছে অনাপত্তিপত্র।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য এটি একটি ইতিবাচক দিক যে, ক্রিকেটাররা বাইরের বিভিন্ন লিগে ডাক পাচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার আগে বোর্ড যেটা করছে, প্রতিটি ক্রিকেটারের ওয়ার্কলোড এবং তাদের প্রিভিয়াস পার্টিসিপেশন ও ফিউচার পার্টিসিপেশন- সব কিছু বিবেচনায় নিয়ে আমরা অনাপত্তিপত্র দেওয়ার পরিকল্পনা করেছি। সেভাবেই আমাদের ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়া হচ্ছে।’
বিসিবির এই সিইও আরও বলেন, `আপনারা জানেন যে এর আগে আমাদের একটা পলিসি ছিল সর্বোচ্চ দুইটা ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা অনুমতি দেব। কিন্তু এখন যেভাবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাড়ছে তাতে ওয়ার্কলোডটাকে বিবেচনা করছি। টুর্নামেন্টের সংখ্যার চেয়ে ওয়ার্কলোডকেই বেশি বিবেচনা করছি। আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য যে ওয়ার্কলোড প্রয়োজন সবকিছু বিবেচনা করে, পাশাপাশি ভবিষ্যৎ সূচিও আরেকটা বিবেচনার বিষয়। সব আমলে নিয়েই অনাপত্তিপত্র দেয়া হচ্ছে।`
অন্যরা অনাপত্তি পেলেও তাসকিন কেন পাচ্ছেন না অনুমতি এমন প্রশ্নের উত্তরে সিইও বলেন, ‘লঙ্কান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তাসকিনের বিষয়টা বিবেচনায় আছে। তার যে রিসেন্ট পার্টিসিপেশন ছিল, ওয়ার্কলোড বিবেচনা করে হয়তো এই লঙ্কান প্রিমিয়ার লিগে বিষয়টাকে ভিন্নভাবে চিন্তা করছি। অন্যান্য প্লেয়ার যাদের প্রায় সবাইকেই আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি।’
তাসকিন না খেললে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে সুজন বলেছেন, ‘আগে আমরা অনাপত্তিপত্রের বিষয়টি ঠিক করি। তারপর এই ধরনের ক্ষতিপূরণ যেহেতু অতীতে দেওয়া হয়েছে, এটি আলোচনার বিষয় হতে পারে। তবে এই মুহূর্তে এটার ব্যাপারে বলতে পারবো না। এটা অবশ্যই বোর্ডের পলিসির ব্যাপার। বোর্ড সিদ্ধান্ত নেবে।’