শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন বাংলাদেশের সেনসেশনাল পেসার তাসকিন আহমেদ। প্রথম দুই ডেলিভারিতে দারুণ আউটসুইংয়ে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে পরাস্ত করেন তাসকিন।
তৃতীয় বলটা নিশাঙ্কার হাঁটুতে করেন তাসকিন। এর পরই এলবিডব্লিউর আবেদন তাসকিনের। আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিলেন। নিশাঙ্কাকে দেখে মনে হয়েছে রিভিউ নিতে পারেন তিনি। তবে রিভিউ নিলেন না। সোজা সাজঘরের পথ ধরলেন লঙ্কান ওপেনার।
নিজের দ্বিতীয় ওভার করতে এসে পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।
লঙ্কানদের দলীয় ১৫ রানের মাথায় ২ উইকেটের পতন ঘটালেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৫ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১৭ রান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লাগে, মাহিশ থিকশানা, প্রমধ মাদুশান ও লাহিরু কুমারা।