• ঢাকা
  • বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে বিলুপ্ত হলো তাসকিন-হৃদয়ের দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ১০:৩৮ এএম
লঙ্কান প্রিমিয়ার লিগ থেকে বিলুপ্ত হলো তাসকিন-হৃদয়ের দল
ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগের দল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে গত আসরে খেলেছিলেন তাসকিন আহমেদ। এই টুর্নামেন্টে তাওহীদ হৃদয়ের অভিষেক হয়েছিল জাফনা কিংসের হয়ে। দুই দলকেই এবার মাঠে নামতে হবে নতুন মালিকানায়। 

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান আইপিজি গ্রুপের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে লিগের দুটি দল- কলম্বো স্ট্রাইকার্স ও জাফনা কিংসের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দিয়েছে।

দল দুটির মধ্যে জাফনা কিংস এলপিএলের সফলতম দল। পাঁচ টুর্নামেন্টের তিন শিরোপাই গেছে জাফনা কিংসের ঘরে। প্রথম এলপিএলের শিরোপাও জাফনার ফ্র্যাঞ্চাইজি পেয়েছিল।

কেন জাফনা এবং কলম্বো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সেটির ব্যাখ্যায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ‘চুক্তিগত দায়বদ্ধতা পূরণে ব্যর্থতার’ কারণে এই দুই দলের মালিকানা বাতিল হয়েছে। তবে তারা ব্যর্থতার বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেনি।’

সবশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশ জাতীয় দলের ৪ জন তারকা খেলেছিলেন ভিন্ন তিন দলে। ডাম্বুলা সিক্সার্সে ছিলেন তাওহীদ হৃদয় এবং মোস্তাফিজুর রহমান। তাসকিনের ঠিকানা ছিল কলম্বো স্ট্রাইকার্সে। 
শরিফুল ইসলাম খেলেছিলেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। ২০২৫ আসরের তারিখ কিংবা ড্রাফট নিয়ে এপর্যন্ত কোনো ঘোষণা দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড।

Link copied!