• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশ ব্যর্থ হলেও তাসকিন-হৃদয়ের উন্নতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০৭:২১ পিএম
বাংলাদেশ ব্যর্থ হলেও তাসকিন-হৃদয়ের উন্নতি
তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। তারপরও ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন ভিন্ন ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখান তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। আইসিসির র‌্যাঙ্কিংয়ে তার পুরস্কারও পেলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

পুরুষ র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার প্রকাশ করেছে আইসিসি। তাসকিন, হৃদয় ছাড়াও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান। পেছানোর তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা।

দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। শেষ ম্যাচেও তিনি ধরেন এক শিকার। এর সৌজন্যে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন অভিজ্ঞ পেসার।

সিরিজের তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া মোস্তাফিজ এক ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শেষ দুই ম্যাচ মিলিয়ে ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন তানজিম সাকিব।

তিন ম্যাচ মিলিয়ে ওভার প্রতি ১৪ এর বেশি রান খরচ করে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ। অফ স্পিনার শেখ মেহেদি হাসান তিন ধাপ পিছিয়ে এখন ৪১ নম্বরে।

বোলারদের সেরা দশে পরিবর্তন আছে কয়েকটি। বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করে চার ধাপ এগিয়েছেন রাভি বিষ্ণই। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকির সঙ্গে যৌথভাবে আট নম্বরে তরুণ লেগ স্পিনার।

এছাড়া শ্রীলঙ্কার মাহিশ থিকশানা পাঁচ ধাপ এগিয়ে ৫ নম্বরে ও ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদ।

হায়দরাবাদে ভারতের রানের সুনামির দিন বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান হৃদয়। ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রানের সৌজন্যে চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তরুণ ব্যাটসম্যান। এছাড়া দুই ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন। অধিনায়ক শান্ত তিন ধাপ পিছিয়ে এখন ৪৯ নম্বরে।

টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। আর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে তারই স্বদেশি রাভিন্দ্রা জাদেজা। সাকিবকে ৪ নম্বরে পাঠিয়ে তিনে উঠেছেন রুট।

Link copied!