• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

হাসপাতাল থেকে যে বার্তা দিলেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০৩:৫৪ পিএম
হাসপাতাল থেকে যে বার্তা দিলেন তামিম
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে ২ বার হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। তাৎক্ষণিক তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমান তার কিছুটা উন্নতি হয়েছে। এই অবস্থায় হাসপাতাল থেকেই বার্তা দিয়েছেন বাংলাদেশি এই ওপেনার।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে এই বার্তা দেন তিনি। সংবাদ প্রকাশের পাঠকদের জন্য তামিমের বার্তাটি হুবহু তুলে ধরা হলো।

দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। 

হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যেকোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে, এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল (২৪ মার্চ) দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে?

আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।

কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।

আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।

Link copied!