চলতি বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) এ পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোয় প্রচুর রান উঠেছে। ঢাকা পর্বের পর সিলেট পর্ব জুড়ে রানের বন্যা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, বিপিএল-এর বর্তমান পরিস্থিতি নিয়ে তাই কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
নিজে ব্যাটার হয়েও তামিম বলছেন, বর্তমান সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রচুর রান উঠছে। তামিমের মতে, ১৩০-১৪০ রান করাটা এখন আর যথেষ্ট নয়। তার মতে বর্তমানে বিপিএল-এ ২০০ রানটা ডিফেন্ড করাও যেন কঠিন নয় বলে মনে হচ্ছে।
এর কারণ হল এই মুহূর্তে বোলারদের ওপর বড় চাপ তৈরি হচ্ছে। তামিম নিজে সম্প্রতি দুর্বার রাজশাহীর বিরুদ্ধে ৪৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন এবং ম্যাচ শেষে বাউন্ডারি লাইনের দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এমনটা করলে বোলারদের কিছুটা সুবিধা হতে পারে বলে মনে করেন তামিম ইকবাল।
এটি ঠিক যে, বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড্ড রান উঠছে। ৩ জানুয়ারি, মিরপুরে চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহীর মধ্যে ২১৯ রানের রেকর্ড হয়েছে। এটা মিরপুরে বিপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর। একইভাবে, সিলেট পর্বেও রানের সংখ্যা বেড়েছে। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানকেও চেজ করেছিল রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রান তাড়া করতে নেমে ৬ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে জিতেছিল রংপুর রাইডার্স। এবং এরপরে রাজশাহীর ১৬৮ রান সহজেই অর্জন করে বরিশাল।
এই সব ম্যাচ দেখে তামিম জানিয়েছেন যে, বোলারদের কথা মাথায় রেখে বাউন্ডারি লাইনের দৈর্ঘ্যটা বাড়াতে হবে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ম্যাচ জয়ী ইনিংস খেলার পরে বলেছিলেন যে, উইকেট খুব ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারির দৈর্ঘ্যটা বাড়ানো উচিত। তামিম বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাউন্ডারি ৬৫-৭০ মিটার হয়ে থাকে, কিন্তু বিপিএলের মাঠে কিছু বাউন্ডারি মাত্র ৫৮-৬০ মিটার, যা বোলারদের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ছে।
ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন এভাবে, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’
এছাড়াও, তামিম ইকাবল কিউরেটরদের প্রশংসা করেছেন, যাদের কারণে উইকেটটি এতটা ভালো হয়েছে। কিন্তু বাউন্ডারি বড় করার জন্য তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তার মতে, এটি বোলারদের জন্য কিছুটা সুবিধাজনক হতে পারে।