• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৫:২৩ পিএম
ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন তামিম

ভারত সিরিজের আগে ক্লোজ ডোর অনুশীলনে হাঁটুর চোটে পড়েছিলেন তামিম ইকবাল। নির্ধারিত সময়ের আগে চোট থেকে সেরে উঠতে না পারায় ভারত সিরিজে তার খেলা হচ্ছে না। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র।

বুধবার (৩০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ওই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি পেলেও হাঁটুর চোটে পড়েন। বৃহস্পতিবার করানো স্ক্যান রিপোর্টে জানা যায়, দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে ভারত সিরিজে ওয়ানডে ম্যাচে তামিমের খেলা হবে না।

তামিমের আগে চোটে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। পিঠের চোটে প্রথম ওয়ানডেতে তাকে পাওয়া যাবে না। তাসকিনের বদলি হিসেবে খেলতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তামিমের বদলি কে হবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে তামিমকে পাওয়া যাবে কি না, সেই বিষয়টিও এখনো নিশ্চিত নয়। অবস্থা পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Link copied!