• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

আফগান টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০৭:৪৮ পিএম
আফগান টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম

আফগানদের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হচ্ছে বুধবার (১৪ জুন)। আগে থেকেই একাদশে তামিম ইকবালের খেলা নিয়ে শঙ্কা ছিল। এবার তাই সত্যি হলো। মিরপুর টেস্টে খেলতে পারবেন না এই বাঁহাতি ব্যাটার।

পিঠের ব্যথার কারণে মিরপুর টেস্টে খেলা হচ্ছে না ওয়ানডে অধিনায়কের। তার জায়গায় মাহমুদুল হাসান জয়কে একাদশে দেখা যাবে। জয়ের সঙ্গী হবেন ইনজুরি থেকে দলে ডাক পাওয়া জাকির হাসান।

এর আগে তামিমের বিষয়ে টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছিলেন, “আজকে তিনি (তামিম) অনুশীলন করবেন। আমরা দেখব তিনি কেমন অনুভব করে। এর আগে রোববার (১১ জুন) তিনি অস্বস্তি নিয়েই ফিল্ডিং ও ব্যাট করেছেন। আজ অনুশীলন করবেন এবং অনুশীলনের পরই আমরা সিদ্ধান্ত নিতে পারব।” 

ফিট না হওয়ায় দলে ফেরার অপেক্ষা আরও বাড়ল তামিমের। ইনজুরির কারণে আফগানদের বিপক্ষে আগেই বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ জন্য মিরপুর টেস্টে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

Link copied!