• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এনসিএলে বড় ইনিংস খেলতে ব্যর্থ তামিম-মুমিনুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ০১:০৮ পিএম
এনসিএলে বড় ইনিংস খেলতে ব্যর্থ তামিম-মুমিনুল

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগ। চট্টগ্রামের হয়ে খেলছেন টেস্ট দলের তিন নিয়মিত মুখ তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

তিন ক্রিকেটারের কেউই এই ম্যাচে বড় রানের দেখা পাননি। সোমবার (১৭ অক্টোবর) মিরপুরে দিনের শুরুতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম বিভাগ। দলের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। দুইজন মিলে গড়েন ২৮ রানের জুটি। ব্যক্তিগত ১১ রানে জয় ফিরলে ভাঙে এই জুটি। আরেক ওপেনার তামিমও বড় রানের দেখা পাননি। ২৫ বলে ১৯ করে ফেরেন তিনি।

রংপুরের তরুণ তুর্কি মুশফিক হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন। সাবেক টেস্ট অধিনায়ক মমিনুলও বড় করতে পারেননি তার ইনিংস। অফ ফর্মে থাকা মমিনুল ফিরেছেন ১৩ রান করে।

ভারত সফরে বাংলাদেশ ‍‍`এ‍‍` দলের স্কোয়াডে থাকায় প্রথম রাউন্ডের ম্যাচে খেলতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক। তামিম প্রথম রাউন্ডে খেললেও হতাশ করেছেন সবাইকে। আগের ম্যাচে সিলেটের বিপক্ষে দুই ইনিংসে তিনি করেছিলেন যথাক্রমে ২০ ও ৩১ রান। এই রাউন্ডের পর জাতীয় লিগে আর খেলবেন না তামিম ইকবাল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!