• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০, ১০ রজব ১৪৪৬

রেকর্ড গড়েও ম্যাচ হেরে মেজাজ হারালেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৭:৩৪ পিএম
রেকর্ড গড়েও ম্যাচ হেরে মেজাজ হারালেন তামিম
তামিম ইকবালকে ঠান্ডা করার চেষ্টা বরিশাল দলের এক কর্মকর্তার । ছবি : সংগৃহীত

যেদিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশাল এক রেকর্ড গড়লেন কৃতি ওপেনার ও ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সেদিনই তার মেজাজ হানোর বাজে রূপ দেখলো সকলেই। বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশাল নাটকীয়ভাবে ম্যাচ হারলেও তামিম প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।  

বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে রংপুর। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুরের জয়ের নায়ক অধিনায়ক নুরুল হাসান সোহান। নাটকীয় ম্যাচে হারের পর মেজাজ হারাতে দেখা গেছে বরিশালের অধিনায়ক তামিম।

তবে ঠিক কী কারণে তামিম মেজাজ হারিয়েছেন তা জানা যায়নি। ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা একজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় তার দিকে তেড়েও যান বরিশালের অধিনায়ক। রংপুরের অধিনায়ক সোহানও তাকে থামাতে ছুটে যান। শেষ পর্যন্ত বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সেখান থেকে সরিয়ে নেন।

তবে বিষয়টিকে স্বাভাবিক বলছেন বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ম্যাচ হারলে ইমোশনটা থাকে, সিরিয়াস কোনো কিছু না।’

উত্তপ্ত সময়ে তামিমের পাশে ছিলেন রংপুরের অধিনায়ক সোহান। তার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এটা আমি কাছ থেকে দেখিনি। যাওয়ার পর বুঝতে পারব, কিন্তু কিছু একটা হয়েছে।’

Link copied!