• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

মাঠে অভদ্রতা দেখানো নিয়ে যে ব্যাখ্যা দিলেন তামিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০২:১৪ পিএম
মাঠে অভদ্রতা দেখানো নিয়ে যে ব্যাখ্যা দিলেন তামিম
তামিম ইকবালের অশোভন আচরণ। ছবি : সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) রান, উইকেট, চার কিংবা ছক্কার আলোচনার বাইরে তামিম ইকবালকে নিয়ে আলাপটা চলছে জোরেশোরে। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে-বিপক্ষে বহু আলোচনা। তামিম কেন এভাবে বার বার বাজে ব্যবহার ও অভদ্রতা করছেন, কোন্ শক্তি বা কাদের মদদে এটা করছেন, সেটা বোঝা যাচ্ছে না।  

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে কথার যুদ্ধে নেমেছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়কের মেজাজ হারানো কথা স্ট্যাম্প মাইকের সুবাদে শুনেছেন দর্শকরাও। আবার বিসিবি সভাপতি মঞ্চে দেরিতে ওঠায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেননি– এমন ঘটনাও ঘটেছে।

সবশেষ তামিম ইকবালের মেজাজ হারানোর ঘটনা দেখা গিয়েছে চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে। আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই রাগত চাহনি ছিল তার। মালানকেও এই অবস্থায় কিছু একটা বলতে দেখা যায়। এনিয়েও সরব ছিল সামাজিক যোগাযোগমাধ্যম।

সোমবার নিজের ফেসবুক স্ট্যাটাসে মেজাজ হারানোর ইস্যুতে মন্তব্য করেছেন তামিম, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

তামিম পরে যোগ করেন, ‘টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’

মালানের সঙ্গে ঘটনার উত্তরও দিয়েছেন তিনি নিজেই। নিজের ফেসবুকে তামিম লিখেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!