• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবসর নাকি অধিনায়কত্ব, কোনটা ছাড়ছেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৩, ১২:২৪ পিএম
অবসর নাকি অধিনায়কত্ব, কোনটা ছাড়ছেন তামিম

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে টাইগাররা। প্রথম ওয়ানডেতে হারের রেশ কাটতে না কাটতেই, সংবাদ সম্মেলন ডেকেছেন তামিম। বিসিবি বা দলের নয়, ব্যক্তিগত উদ্যোগে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে জরুরি এই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বুধবার (৫ জুলাই) রাতে তামিম জানান, ৬ জুলাই দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তিনি কিছু জানাবেন। তবে কী কারণে এই সংবাদ সম্মেলন, তা এখনো খোলাসা করেননি দেশসেরা এই ওপেনার।

ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনে দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিতে পারেন তামিম। অনেকেই আবার মনে করছেন তামিম নাকি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিতে পারেন। আর এর কোনোটাই না হলে তামিম আসলেই কী বলতে চান, সেটা নিয়েই বাড়ছে কৌতূহল।

বিসিবির সূত্র বলছে, তামিমের রহস্যময় ইনজুরি নিয়ে বিরক্ত বিসিবির একটি অংশ। তাই অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বিষয়টি বিবেচনায় তাকে (তামিম) আর ওয়ানডে দলের নেতৃত্বে রাখা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া এশিয়া ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নাকি নিতে যাচ্ছে বিসিবির কর্তারা।

Link copied!