বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে প্রথমবার শিরোপা জেতে ফরচুন বরিশাল। পরে দলের কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন। কিন্তু তা হয়ে উঠেনি।
এবার ফাইনালের আগে অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হয়, শিরোপা জিতলে লঞ্চে করে ট্রফি নিয়ে তারা বরিশালে যাবেন কিনা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংকে হারানোর পর বরিশালবাসী আশা পূরণের বার্তা দেন তামিম।
তামিম বলেন, “আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ ফেব্রুয়ারি আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।”
চিটাগং কিংসকে উড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ফরচুন বরিশাল। ফাইনালের মঞ্চে ৩ উইকেটের জয় পান তামিম ইকবালরা। তবে ২০১৩ সালে ফাইনাল খেলা চিটাগং কিংসের আরও একবার হৃদয় ভাঙে।
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছিল চিটাগং। জবাব দিতে নেমে ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল। বিপিএলের ফাইনালে এত রান তাড়া করে জয়ের ঘটনা এবারই প্রথম।