• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ভালো খেলার দায়িত্ব নিতে হবে এখনই: লিটন দাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৩:০৭ পিএম
ভালো খেলার দায়িত্ব নিতে হবে এখনই: লিটন দাস
লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল এখন রয়েছে ফুরফুরে মেজাজে। তুলনামূলকভাবে শক্তিশালী দল পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। তাদের এবারের টার্গেট ভারত।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর আরেকটি বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী রোববার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তরা। তার আগে মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সেখানে ভারত সিরিজ নিয়ে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল দুই দলের ব্যাটিং গভীরতা সম্পর্কে। জবাবে টাইগারদের উইকেটকিপার এই ব্যাটার বলেন, ‘আমার কাছে মনে হয় দুই দলের ব্যাটিং গভীরতায় খুবই ভালো। দুই দল যখন খেলবে সাত-আটটা করে মেইন ব্যাটসম্যান থাকবে।’

এরপর লিটন বললেন, ‘দেখেন আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা আমার কাছে মনে হয় এটা অতীত হয়ে গেছে। এখান থেকে কনফিডেন্স পেয়েছি, যখন হোমে ইন্ডিয়ার সাথে খেলবো তখন ইন্ডিয়া অলওয়েজ শক্তিশালী দল। আমি বলব না যে খুব চ্যালেঞ্জিং হবে, আবার সহজ হবে। তারা খুব ভালো দল তাদের কন্ডিশনে। টেস্ট ক্রিকেটে যদি তাদের অবস্থানটা দেখেন অনেক উপরে।’

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ করেছেন লিটন দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে। লিটন জানালেন এখনই দায়িত্ব নেওয়ার সময়, ‘আমি অলমোস্ট নয়-দশ বছর ক্রিকেট খেলতেছি। সো ওইটুকু অভিজ্ঞতা তো হয়েছে দায়িত্ব নেওয়ার। তো এখন না নিলে আর কবে সুযোগ পেলে হবে। আমি বলতেছি যে, ভালো খেলার দায়িত্ব নেওয়ার সময় এসেছে। এই জিনিসটা এই না যে প্রতি ম্যাচের দায়িত্ব নিতে হবে আমাকে। আমি মানুষ আমার ভুল হতে পারে।’

Link copied!