• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

টি-টোয়েন্টি বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় চারে সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:৫৬ পিএম
টি-টোয়েন্টি বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় চারে সাকিব
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাকি মাত্র এক দিন। বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে এক দিনের সিরিজ শুরু। তার আগে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকা কিছুটা বদল হয়েছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিসকে সরিয়ে এক নম্বরে উঠেছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। চারে রয়েছেন বর্তমানে ভারতে জাতীয় দলের সঙ্গে থাকা বাংলাদেশের সাকিব আল হাসান।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট-বলে ভাল পারফর্ম করেন লিভিংস্টোন। ৪৭ বলে ৮৭ রান করেন তিনি। আবার তিন ওভারে বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন। এই পারফরম্যান্সের জেরে শীর্ষে উঠে এসেছেন তিনি। লিভিংস্টোনের রেটিং পয়েন্ট ২৫৩।

দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন স্টোয়নিস। তার রেটিং পয়েন্ট ২১১। তিন নম্বরে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। তার রেটিং পয়েন্ট ২০৮। চার নম্বরে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ২০৬।  

টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকাতেও ১৭ ধাপ উপরে উঠেছেন লিভিংস্টোন। এখন ৩৩ নম্বরে রয়েছেন তিনি।

উল্লেখযোগ্য উন্নতি করেছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস। ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৩৭ ও ৪২ রান করায় প্রথম দেশ ঢুকে পড়েছেন তিনি। শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচে ৩১ ও ৫৯ রান করেছেন তিনি।

Link copied!