• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

হৃদয়-মুশফিকের ঝড়ে সিলেটের বড় সংগ্রহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৮:১৯ পিএম
হৃদয়-মুশফিকের ঝড়ে সিলেটের বড় সংগ্রহ

শুরুতে দুই ওপেনার যেন রান করতে হিমশিম খাচ্ছিলেন। শুরুর অস্বস্তি কাটিয়ে না উঠতে পারে ফিরে যান শান্ত। তবে অন্য ওপেনার তৌহিদ হৃদয় পরে ছন্দে ফিরেছেন। শেষ পর্যন্ত হৃদয় ও মুশফিকুর রহিমের ঝড়ো পঞ্চাশোর্ধ ইনিংস রংপুরকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

শনিবার (৪ ফেব্রুয়ারি) আগে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে মাত্র ২৬ রান তুলতে পেরেছে সিলেটের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়।

দলীয় ৪৩ রানে শান্ত ফিরলে ভাঙে তাদের ওপেনিং জুটি। তিন নম্বরে নামা জাকির হোসেনও ফিরে যান দ্রুত। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে চাপ সামনে আসতে আসতে রানের চাকা সচল করে হৃদয়।

দুজনের সাবলিল ব্যাটিংয়ে চাপ কাটিয়ে রংপুরের উপর নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে সিলেট। দুজনেই এরপর রংপুরের বোলারদের উপর আগ্রাসী হয়ে ওঠেন। হাসান মাহমুদের ওভারে দুই চার ও এক ছক্কা মেরে ঝড়ের শুরু করেন হৃদয়।

এরপর হৃদয়ের সঙ্গে যোগ মুশফিকও। পরের দুই ওভারে তার ব্যাট থেকে আসে আরও তিন চার ও দুই ছক্কা।  ৪৩ বলেহৃদয় স্পর্শ করেন আসরে নিজেরর পঞ্চম ফিফটি।  অন্যদিকে মুশফিকের ফিফটি আসে ৩০ বলে।

দুজনের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৫১ বলের যোগ হয় ১০০ রান। শেষ পর্যন্ত তাদের জুটি অপরাজিত ছিল ১১১ রান পর্যন্ত। মুশফিক ইনিংস শেষ করেন অপরাজিত ৫৫ রানে ও হৃদয় ৮২ রানে। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের লক্ষ্য পেয়েছে সিলেট।

Link copied!