• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
বিপিএল

ফাইনালে ওঠার লড়াইয়ে বড় সংগ্রহ সিলেটের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৮:১৭ পিএম
ফাইনালে ওঠার লড়াইয়ে বড় সংগ্রহ সিলেটের

শুরুতে ব্যাট হাতে সিলেট স্ট্রাইকার্সকে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিজের উপর তুলে তিন নম্বরে নামা অধিনায়ক মাশরাফিও এদিন আগ্রাসী ব্যাটিং করেছেন। তবে এরপর আর কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে থিসারা পেরেরার ক্যামিওতে রংপুর রাইডার্সকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে সিলেট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ঝড়ো শুরু পায় সিলেট। দুই ওপেনার শান্ত আর তৌহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে সিলেটের স্কোরবোর্ডে যোগ হয় ৪৪ রান। অন্যপাশে হৃদয় সতর্ক থাকলেও শান্ত একটু বেশিই আগ্রাসী ছিলেন।

ইনিংসের ৯ম ওভারে ফেরার আগে ৩০ বলে পাঁচ চার ও এক ছক্কায় শান্তর ব্যাট থেকে আসে ৪০ রান। তিনি ফিরলে ভাঙে সিলেটের ৬৫ রানের ওপেনিং জুটি। এরপর সবাইকে চমকে তিন নম্বরে ব্যাটিং করতে নামেন মাশরাফি। মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিতও দেন শুরুতেই।

শান্ত ফেরার পর মাত্র ১২ রানের ব্যবধানে ফিরে যান হৃদয়ও। শুরু থেকেই অস্বস্তিতে থাকা হৃদয় ফেরেন ২৫ বলে ২৫ রান করে। চলতি বিপিএলে সিলেটের অন্যতম সেরা ব্যাটার জাকির হাসানও এদিন ব্যর্থ। দলীয় ১০১ রানে ফেরার আগে করেন মাত্র ১৩ রান।

চার নম্বরে নামা রায়ার্ন বার্ল ঝড়ো শুরু করলেও বিদায় নেন মাত্র ১৩ রানে। অন্যপাশে রানের চাকা সচল রেখেছিলেন মাশরাফি বিন মুর্তজা। বার্ল ফেরার পর মাত্র তিন রানের ব্যবধানে ফিরে যান তিনিও। এ ম্যাচে ১৬ বলে তিন চার ও এক ছক্কায় ২৮ রান করেন তিনি

মুশফিকুর রহিমও এদিন ব্যর্থ হওয়ার পর শেষদিকে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন থিসারা পেরেরা ও জর্জ লিন্ডে। ইনিংসের শেষ ওভারে ১৫ বলে ২১ রানে পেরেরা ফিরলেও ১০ বলে এক চার ও দুই ছক্কায় ২১ রানে অপরাজিত ছিলেন লিন্ডে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট। 

Link copied!