টি-টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফর আর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) কারণে সব ক্রিকেটারদের ব্যস্ততা নিজ নিজ দল নিয়ে। ব্যক্তিগত কিংবা দলগত অনুশীলনে মিরপুরে কোনো ক্রিকেটার নেই বললেই চলে। সকাল থেকেই হোম অব ক্রিকেটে সাংবাদিকদের অপেক্ষা কখন অনুশীলনে আসবেন ক্রিকেটাররা। সেই অপেক্ষার অবসান হয়েছে তামিম ইকবাল, মুনিম শাহরিয়ার আর মোহাম্মদ সাইফউদ্দিনের কল্যাণে। তারা অনুশীলন করায় মিরপুরে বেশ ব্যস্ত সময়ই পার করেছেন সাংবাদিকরা।
শনিবার (২২ অক্টোবর) মিরপুরে সবার আগে অনুশীলনে আসেন মুনিম শাহরিয়ার। মাঠ পেরিয়ে তার গন্তব্য ছিল ইনডোর। সেখানে প্রায় ঘণ্টা দেড়েক ব্যাটিং অনুশীলন করে মুনিমের গন্তব্য ছিল একাডেমি মাঠ।
ইনডোরে মুনিমের অনুশীলন চলাকালীন মিরপুরে আসেন আরও দুই ক্রিকেটার। তামিম সরাসরি চলে যান ইনডোরে। আর মোহাম্মদ সাইফউদ্দিনের গন্তব্য ছিল জিম। সেখানে প্রায় ঘণ্টা দুয়েক জিম সেশন করেন সাইফ।
মুনিমের সাথে একই সময় ইনডোরে অনুশীলন করেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অন্য সময় মিরপুরের সেন্টার উইকেট কিংবা একাডেমি মাঠে তার দেখা মিললেও এবার তাকে দেখা গিয়েছে ইনডোরে। ভারত সফরকে সামনে রেখেই সেখানেই নিজেকে প্রস্তুত করে নিয়েছেন তামিম।
ওয়ানডে অধিনায়ক আগেই জানিয়ে দিয়েছিলেন, জাতীয় লিগে দুই রাউন্ড খেলার পর নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই লক্ষ্যেই তামিম এসেছিলেন মিরপুরে। সেখানে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন।
এদিকে বিশ্বকাপ স্কোয়াড থেকে একদম শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এশিয়া কাপ কিংবা ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি। এমনকি তার ফিটনেস নিয়েও ছিল প্রশ্ন। সেই প্রশ্ন এড়াতে শনিবার মিরপুরে নিজের ফিটনেস নিয়েই কাজ করেছেন।
জিমে প্রায় ঘণ্টা দুয়েক সময় কাটানোর পর মিরপুরের মূল মাঠে প্রায় ঘণ্টা খানিক সময় রানিং করেন সাইফউদ্দিন। এরপরেই মাঠ ছাড়েন এই ক্রিকেটার।
এদিকে ইনডোরে ঘণ্টা খানিক ব্যাটিং অনুশীলন শেষে মাঠ ছাড়েন তামিম ইকবাল। মুনিম অবশ্য মাঠ ছেড়েছেন সবার পড়ে। ইনডোরে ব্যাটিং অনুশীলন শেষে ঘণ্টাখানিক জিমে ছিলেন এই ক্রিকেটার। পরে আরও ঘণ্টা দুয়েক একাডেমি মাঠে নিজের ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দল থেকে বাদ পড়েন মুনিম শাহরিয়ার। এরপর থেকেই প্রতিযোগীতামূলক ক্রিকেট থেকে দূরে আছেন এই ক্রিকেটার। এমনকি দেশের প্রথম শ্রেনির ক্রিকেটের সর্বোচ্চ লিগ এনসিএলেও খেলছেন না। এবার জাতীয় দলের ফেরার লক্ষ্যে মিরপুরে নিজেকে প্রস্তুত করেছেন এই তরুণ তুর্কি।