• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার আসল কারণ জানালেন সূর্যকুমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৫:২০ পিএম
ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার আসল কারণ জানালেন সূর্যকুমার
সূর্যকুমার যাদব। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট নিয়ে বিসিসিআই ও পিসিবির মধ্যে চলা ঠান্ডা লড়াইয়ের রেশ গিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকায়। এই মুহূর্তে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতের টি-টোয়েন্টি দল দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত রয়েছে। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যেতে না চাওয়া নিয়ে জবাবদিহি করতে হল অধিনায়ক সূর্যকুমারকে।

যদিও এক্ষেত্রে সূর্যকুমার পাকিস্তানি অনুরাগীর প্রশ্নের হাসিমুখে জবাব দেন। জানিয়ে দেন ভারতীয় দলের পাকিস্তানে ক্রিকেট খেলতে না যাওয়ার আসল কারণ। সূর্যর উত্তর শোনার পরে প্রশ্ন তোলা ক্রিকেটপ্রেমীর আর বলার কিছু ছিল না।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে সূর্যকুমার কয়েকজন ক্রিকেটপ্রেমীর ছবি তোলার আবদার মেটাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে এক পাকিস্তানি ক্রিকেটপ্রেমী সূর্যকুমারকে জিজ্ঞাসা করেন, ‘একটা কথা বলতে পারবেন, আপনারা কেন পাকিস্তানে যাচ্ছেন না?’ সূর্যকুমার হেসে জবাব দেন যে, ‘বিষয়টা আমাদের হাতে নেই।’

উল্লেখ্য, ২০২৫-এর শুরুতেই পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যে পাকিস্তানে যাবে না, সেই আশঙ্কা করা হচ্ছিল শুরু থেকেই। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। বিসিসিআইয়ের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, সরকারি অনুমতি নেই। তাই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত দল।

এদিকে, পাকিস্তানি ক্রিকেট বোর্ডের তরফে প্রছন্ন হুমকি দেওয়া হচ্ছে যে, ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তবে তারাও নাম তুলে নিতে পারে টুর্নামেন্ট থেকে। যদিও পিসিবির তরফে এটা তাদের সিদ্ধান্ত নয় বলেও উল্লেখ করা হয়েছে। বরং বলা হচ্ছে যে, পাকিস্তান সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। সরকারি তরফেই নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এমন বিকল্প ভাবনার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডই নয়, বরং আইসিসিও আগে থেকেই জানত যে, ভারতীয় দল সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। সেই কারণেই টুর্নামেন্টের বাজেট ঘোষণার সময় বাড়তি অর্থ বরাদ্দ করা হয়, যাতে হাইব্রিড মডেলে ২টি দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা যায়।

Link copied!