ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন স্পিনার টড মার্ফি। তিনি ছাড়াও ভারতের মাটিতে টেস্ট খেলতে আরও তিন স্পিনারকে দেলে রেখেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
২২বছর বয়সী মার্ফি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মেন্স করায় তাকে এখনই কিংবদন্তী অজি স্পিনার নাথান লায়নের উত্তরসূরী ভাবা হচ্ছে।
সাতটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা টার্ফির সংগ্রহ ২৯ উইকেট। সর্বশেষ শেফিল্ড শিল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৭ উইকেট নিয়েছেন তিনি। তবে ভারত সিরিজে টেস্টে টার্ফির খেলার সম্ভাবনা খুবই কম।
মূলত দলের সাথে থেকে আন্তর্জাতিক আবহে মানিয়ে নেওয়ার জন্যই টার্ফিকে এই সিরিজে দলে রাখা হয়েছে। এছাড়া লায়ন ও স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গ কাজে যাতে আরও নিজেকে শানিয়ে নিতে পারেন সেটাও বিবেচনা করা হয়েছে।
তবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পেসার মিচেল স্টার্ককে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টে ফেরা ম্যাট রেনশ ভারতের বিপক্ষে টিকে গেছেন।
চলতি বছরের ৯ ফেব্রুয়ারি নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দেড় যুগ আগে সর্বশেষে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল অজিরা।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড,ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, নাথান লিয়ন, মিচেল সুইপসন, টড মারফি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস।