• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

টানা দ্বিতীয় বছর বর্ষসেরা টেনিস খেলোয়াড় সুয়াতেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১০:১৩ এএম
টানা দ্বিতীয় বছর বর্ষসেরা টেনিস খেলোয়াড় সুয়াতেক
পোল্যান্ডের ইগা সুয়াতেক। ছবি: সংগৃহীত

পোল্যান্ডের তারকা বর্তমান বিশ্ব নম্বর ওয়ান নারী টেনিস তারকা পোল্যান্ডের ইগা সুয়াতেক মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামসের মতোই টানা দ্বিতীয় মৌসুমে ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। 

২৩ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সেরেনা উইলিয়ামস ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পর পর চার বার বর্ষসেরা খেলোয়াড় হন।  ৪২ বছর বয়সী গত বছরের ইউএস ওপেনের পর অবসর নেন। তিনি তার ক্যারিয়ারে মোট সাতবার ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

২২ বছর বয়সী সুয়াতেক প্রথমবারের মতো ডব্লিউটিএ ফাইনাল জিতে চলতি  মৌসুম শেষ করার আগে তার চতুর্থ গ্র্যান্ড স্লাম জেতেন জুন মাসে ফ্রেঞ্চ ওপেনে। ওই আসরে তিন আগের বছরেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ওই শিরোপা জিতে তিনি বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে পেছনে ফেলে বিশ্বের এক নম্বর স্থান পুনরুদ্ধার করেন।

এছাড়া, টেনিস মিডিয়ার সদস্যদের দ্বারা ভোটে চীনের ঝেং কিনওয়েন বর্ষসেরা উঠতি খেলোয়াড়, রাশিয়ান মিরা আন্দ্রেভা বর্ষসেরা নবাগত খেলোয়াড় এবং এলিনা স্বিতোলিনা বর্ষসেরা প্রত্যাবর্তনকারী খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। মাতৃত্বকালীন ছুটি থেকে ফিরে আসেন স্বিতোলিনা। 

সুয়াতেকের সঙ্গে দুই বছর ধরে কাজ করা কোচ তমাস উইকতরস্কিকে বর্ষসেরা কোচ নির্বাচিত করা হয়েছে।

 

Link copied!