ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো বিদেশি খেলোয়াড়দের নিয়ে কঠিন কিছু সিদ্ধান্তের প্রস্তাব দিয়েছে ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে।
আসলে বিদেশি খেলোয়াড়রা নিলামে বিক্রি হওয়ার পর বা নিলামে নাম দেওয়ার পর হয় দলের সঙ্গে যোগ দেন না কিংবা আইপিএল চলাকালে দেশে ফিরে যান। তাতে করে বেকায়দায় পড়ে সংশ্লিষ্ট দলগুলো। তাই দলগুলো বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছে, বিদেশি যারা নিলামের মাধ্যমে কোন দলে নাম লেখানোর পর আসর শেষ হওয়ার আগেই দেশে চলে যাবে, তাদেরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করতে হবে।
সর্বশেষ আইপিএলের মাঝপথে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান এবং আরও কয়েকটি দেশের খেলোয়াড় জাতীয় দল কিংবা অন্য কারণে ফিরে যান। এইসব সমস্যা যাতে সৃষ্টি না হয়, যাতে কেউ বিশেষ কারণ ছাড়া দেশে চলে না যান, তার জন্যই এই প্রস্তাব।
তবে বিসিসিআই এই প্রস্তাব মানবে কি না তা জানা যায়নি।