মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এটা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টকে কেন্দ্র করে হলেও, আসলে পুরোপুরি সেই কারণে নয়। একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে সাধারণত যে নিরাপত্তা বিধান করা হয়, এবার সেটা তুলনামূলকভাবে বেশি। কারণ সাকিব আল হাসান ইস্যু।
সাকিবকে টেস্ট স্কোয়াড থেকে বাদ দেওয়ার কারণে গত কয়েকদিন ধরে তার ভক্তরা স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন করছে। রোববার দুপুর থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। এক পর্যায়ে সাকিব বিরোধীরা সাকিব ভক্তদের ওপর হামলা করে। তবে শেষ পর্যন্ত সাকিব বিরোধীরা স্টেডিয়াম এলাকা ছাড়লেও তার ভক্তরা চলে যায়নি। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত রাত ৯টার দিকে স্টেডিয়াম ছাড়ে তারা।
সোমবার টেস্টের প্রথম দিন আবারও তারা বিক্ষোভ প্রতিবাদ করতে পারে, এমন আশঙ্কায় সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয় স্টেডিয়ামসহ আশেপাশের এলাকা।
এরই মধ্যে দুই দল মাঠে প্রবেশ করে। টস হয়। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং নেয়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।