• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তবুও বাজবল নিয়ে আশাবাদী ম্যাককালাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৪:৩৪ পিএম
তবুও বাজবল নিয়ে আশাবাদী ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম। ছবি : সংগৃহীত

ব্যাজবল জমানায় প্রথম বার ভারতের কাছে টেস্ট সিরিজ হারার পরও ইংল্যান্ড দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই কৌশলের ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। 

ব্রিটিশ মিডিয়াকে ম্যাককালাম বলেছেন, ‘অনেক ম্যাচেই আমরা আমাদের কৌশলের সাফল্য পেয়েছি। আমরা এখানে হেরেছি, অ্যাশেজ জিতিনি (২-২), কিন্তু আমরা ১৮ মাস আগের চেয়ে ভালো দল এবং আমরা আগামী ১৮ মাসে কিছু বিশেষ কাজ করার সুযোগ পেতে চলেছি।’

জনি বেয়ারস্টোর ফর্ম নিয়ে নানা কথা চললেও ম্যাককালাম আশাবাদী, ধর্মশালায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবেন বেয়ারস্টো। সেখানে বেয়ারস্টো তার ক্যারিয়ারের ১০০তম ম্যাচ খেলবেন। যদিও সিরিজের ফলাফল ইতোমধ্যেই ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে, তবু বেয়ারস্টো ছন্দে ফিরলে ইংল্যান্ড লাভবানই হবে। যদিও তিনি এখন পর্যন্ত, আট ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্কোর ৩৮ করেছেন। রাঁচিতে প্রথম ইনিংসে তিনি এই রান করেন।

বেয়ারস্টোর ল্যান্ডমার্ক প্রসঙ্গে ম্যাককালাম বলেছেন, ‘এটা ওর জন্য সত্যিই আবেগপূর্ণ হবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘সবাই জনির গল্প জানে। ও মাঝে মাঝে বেশ আবেগপ্রবণ চরিত্র এবং এই ধরনের (১০০ ম্যাচ) বড় মাইলফলকগুলি ওর কাছে অনেক বড় বিষয়। এই ম্যাচে (রাঁচি) ওকে আত্মবিশ্বাসে পূর্ণ দেখাচ্ছিল এবং মনে হচ্ছে, ওর বড় ইনিংস খুব বেশি দূরে নয়।’

এদিকে, রাঁচিতে খারাপ পারফরম্যান্সের কারণে অলি রবিনসনের টেস্ট ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। রবিনসনকে নিয়ে ম্যাককালাম বলেন, ‘এই টেস্ট ম্যাচের পর মনে হচ্ছে, আমরা খুব শিগগিরই রবিনসনেরও ভালো ফর্ম দেখবো। ওর পারফরম্যান্সে ও নিজেও হতাশ।’ 

ম্যাককালাম ৩২টি করে উইকেট পাওয়া স্পিনার শোয়েব বশির ও টম হার্টলির প্রশংসা করে বলেছেন, ‘কিছুটা হলেও হতাশ হব, যদি দেখি ওরা (টম হার্টলে এবং শোয়েব বাসির) কাউন্টি ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ পাচ্ছে না। তারা ভারতের বিরুদ্ধে সিরিজে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে।’
 

Link copied!