সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, হাতে নেই একমাস সময়ও। কিন্তু এখনও পর্যন্ত স্টেডিয়াম সংস্কারের কাজ শেষ করে উঠতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। কবে কাজ শেষ হবে তা নিয়েও প্রশ্ন দেখা যেতে থাকে। এরকম পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে জানুয়ারি মাসের শেষের দিকে পুরোপুরি ভাবে তৈরি থাকবে স্টেডিয়ামগুলি। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র তরফে দেওয়া ডেডলাইন আগেই পার করে ফেলেছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কড়া নজর রয়েছে পাকিস্তানের স্টেডিয়াম সংস্কারের কাজের ওপর। জানা যাচ্ছে যে লাহোরের গদ্দাফি এবং করাচি স্টেডিয়ামের সংস্কারের কাজ এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাজ ও চলছে জোর কদমে।
প্রথম থেকেই পিসিবি দাবি করে আসছিল যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য পুরো প্রস্তুত। কিন্তু যতদিন এগিয়েছে ক্রমেই তাদের বেহাল অবস্থা সামনে এসেছে। এখনও তারা আইসিসিকে আশ্বাস দিচ্ছে যে জানুয়ারির শেষের মধ্যেই তৈরি থাকবে স্টেডিয়ামগুলি। পিসিবির মুখপাত্র সামি উল হাসান বলেছেন , ‘সময়ের মধ্যেই গদ্দাফি স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। আশা করা হচ্ছে যে এই মাসের শেষের মধ্যে স্টেডিয়ামের দায়িত্ব আমাদের হস্তান্তর করা হয়ে যাবে।’ সংস্কারের পর গদ্দাফি স্টেডিয়ামে ৩৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে। শুধু তাই নয়, নতুন করে হসপিটালিটি বক্স ও নির্মাণ করা হয়েছে সেখানে। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে লাহোর এবং করাচি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে, যেখানে পাকিস্তান ছাড়া অংশ নেবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
পিসিবির মুখপাত্র বলেছেন, ‘২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ আয়োজনের জন্য গদ্দাফি স্টেডিয়াম যে সম্পূর্ণ রূপে তৈরি থাকবে এই বিষয়ে আমাদের মনে কোনও সন্দেহ নেই।’ এক রিপোর্টে দাবি করা হয়েছে যে করাচি স্টেডিয়ামের কাজ প্রায় শেষের পথে। ৩০ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ রূপে তৈরি থাকবে স্টেডিয়ামটি। তবে গদ্দাফির মতো করাচি স্টেডিয়ামের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়নি। উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ৫০ ওভারের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে মোট ৮টি দল। ২৮ বছর পর পাকিস্তানের মাটিতে কোনও বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। তবে ভারত কোনও ভাবেই খেলতে যাবে না সে দেশে। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি আয়োজিত হবে দুবাইয়ে।