• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

দুই (০)-তে শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৩:২৮ পিএম
দুই (০)-তে শুরু বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেরন শান্ত ব্যাটিং বেছে নিয়েছেন। ভারতের হয়ে প্রথম ওভার করলেন মোহাম্মদ শামি। সৌম্য সরকার ৫ বল খেলে ০ রানে আউট। ওভারটির শেষ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে গ্লাভসে জমা পড়েছে বল।

নাজমুলও ০ রানে আউট। নিজেদের ইনিংসে দ্বিতীয় ওভারেও উইকেট হারাল বাংলাদেশ। হর্ষিত রানা দ্বিতীয় ওভারের চতুর্থ বলে নাজমুলের উইকেট পেলেন। শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ০ রান করা নাজমুল।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা, মোহাম্মদ শামি।
 

Link copied!