শুক্রবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চলতি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে প্রেমদাসা স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা দল। চোটের কারণে বাদ পড়েছেনফাস্ট বোলার মাথিসা পাথিরানা। এ ছাড়াও দিলশান মাদুশঙ্কাও পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন। বলা হচ্ছে, পাথিরানার কাঁধে ব্যথায় ভুগছেন এবং মাদুশঙ্কা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন।
তাদের জায়গায় দলে আনা হয়েছে আনক্যাপড খেলোয়াড় মুহম্মদ সিরাজকে। শিগগিরই আরেকটি বদলির ঘোষণা করবে দল। এই খেলোয়াড় হতে পারে বিনুরা ফার্নান্ডো। ২০২১ সাল থেকে ওয়ানডে দলে ছিলেন না বিনুরা, ছিলেন টি-টোয়েন্টিতে। জানা গেছে, সিরাজ এবং ইশান মালিঙ্গাকে বদলি হিসেবে ওয়ানডে দলে রাখা হয়েছে। কুশল জেনিথ পেরেরা, প্রমোদ মাদুশান এবং জেফরি ভ্যান্ডার্সে- এই তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে দলে যোগ করা হয়েছে।
পাল্লেকেলেতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় পাথিরানা ইনজুরিতে পড়েন এবং সেই ম্যাচে একটি বল করার আগেই মাঠ ছেড়ে চলে যান।
শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা বলেছেন, ‘মাথিসা পাথিরানার দীর্ঘস্থায়ী কাঁধের সমস্যা রয়েছে এবং সে কারণেই তিনি গত বছরের বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন। আমরা তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না। তৃতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় পাথিরানা কাঁধে চোট পেয়েছিলেন এবং ম্যাচে একটি ওভারও করতে পারেননি।’
এদিকে অনুশীলনের সময় মাদুশঙ্কা হ্যামস্ট্রিংয়ে স্ট্রেনের শিকার হন। টি-টোয়েন্টি সিরিজে মাত্র একটি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের বিরুদ্ধে শেষ ১০ ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা।