মাত্র ৬ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারল শ্রীলঙ্কা। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
মাউন্ড মঙ্গানুইয়ে সোমবার ৪৫ রানে জিতেছে নিউজিল্যান্ড। ১৮৭ রানের লক্ষ্য দিয়ে লঙ্কানদের ১৯১ রানে গুটিয়ে দিয়েছে তারা।
তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
ছয়ে নেমে নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দিকে রানের গতি অনেক বাড়িয়ে দেন মিচেল হেই। ১৯ বলে ২ ছক্কা ও ৪টি চারে তিনি খেলেন অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংস। হয়েছেন ম্যাচসেরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিন রাভিন্দ্রার উইকেট হারায় নিউজিল্যান্ড। চল্লিশ ছোঁয়া দুটি ইনিংসে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন টিম রবিনসন ও মার্ক চ্যাপম্যান।
দশম ওভারে ওপেনার রবিনসনকে (৩৪ বলে ৪১) ফিরিয়ে ৪১ বল স্থায়ী ৬৯ রানের জুটি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরে চ্যাপম্যানকেও বিদায় করেন তিনি। এই টপ অর্ডার ব্যাটসম্যান ২টি করে ছক্কা ও চারে ২৯ বলে করেন ৪২ রান।
বেশিক্ষণ টিকতে পারেননি ড্যারিল মিচেল। তার বিদায়ের পর ঝড় তোলেন কিপার-ব্যাটসম্যান হেই। শেষ ১৫ বলে মিচেল ব্রেসওয়েলকে নিয়ে তিনি যোগ করেন ৪১ রান।
লেগ স্পিনার হাসারাঙ্গা ২৮ রানে নেন ২ উইকেট।
বড় রান তাড়ায় চতুর্থ ওভারে কুসাল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কুসাল পেরেরা জুটিতে এগোতে থাকে সফরকারীরা। পরপর দুই ওভারে দুই থিতু ব্যাটারকে ফিরিয়ে লঙ্কানদের নাড়িয়ে দেন জ্যাকব ডাফি। এরপর আর কক্ষপথে ফিরতে পারেনি শ্রীলঙ্কা।
দশম ওভারে বড় শটের আশায় ম্যাট হেনরির হাতে ধরা পড়েন নিসাঙ্কা (২৮ বলে ৩৭)। দ্বাদশ ওভারে দারুণ ইয়র্কারে বোল্ড হয়ে যান কুসাল পেরেরা (৩৫ বলে ৪৮)।
শেষ সাত ব্যাটারের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল অধিনায়ক আসালাঙ্কা।
১৫ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সফলতম বোলার ডাফি। দুটি করে উইকেট নেন অধিনায়ক মিচেল স্যান্টনার ও অভিজ্ঞ হেনরি।