• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

কিউইদের বিপক্ষে টানা জয়ে সিরিজ নিশ্চিত করলো লঙ্কানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০২:২৬ এএম
কিউইদের বিপক্ষে টানা জয়ে সিরিজ নিশ্চিত করলো লঙ্কানরা
দর্শকদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন কুশল মেন্ডিস (বাঁয়ে), পাশে থিকসানা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ঠিকই নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্য লাভ করেছে। টানা দুই জয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে লঙ্কানরা নিশ্চিত করেছে তিন ম্যাচের সিরিজ। 

রোববার রাতে পাল্লেকেলেতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেটে জয়লাভ করে স্বাগতিকরা। বৃষ্টির কারণে ম্যাচটির দৈর্ঘ্য কিছুটা কমিয়ে এনে ৪৭ ওভারে আনা হয়। তাতে কিউইরা প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে শ্রীলঙ্কা ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১০ রান করে।

নিউজিল্যান্ডের ইনিংসে চাপম্যান ৭৬ এবং মিচেল হেই ৪৯ রান করেন। 

শ্রীলঙ্কার থিকসানা ও জেফরি ৩টি করে উইকেট লাভ করেন। 

শ্রীলঙ্কার ইনিংসে কুশল মেন্ডিস ১০২ রানে ৬টি চারে অপরাজিত ৭৪ রান করে ম্যাচসেরা হন। এছাড়া, নিশাঙ্কা ২৮ ও থিকসানা অপরাজিত ২৭ রান করেন। 

কিউই বোলার ব্রেসওয়েল ৪টি উইকেট লাভ করেন। 

এরআগে, নিউজিল্যান্ডকে প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে ৪৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা। 

সবার আগে, দু‍‍’দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়। শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে জয়লাভ করে। আর দ্বিতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান ৫ রানে জয়লাভ করে। 

Link copied!