• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

লঙ্কান টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান দিমুথ করুনারত্নে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০১:১৬ পিএম
লঙ্কান টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান দিমুথ করুনারত্নে

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়তে চান দিমুথ করুনারত্নে। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার  সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখতে চান দিমুথ।

নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যে শ্রীলঙ্কার নির্বাচকদের জানিয়ে দিয়েছেন ৩৫ বছয় বয়সী দিমুথ। তবে এখনও তার সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেননি  নির্বাচকরা।

দিমুথের অধিনায়কত্বে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা। এমনকি ফাইনাল খেলার সম্ভবনাও তৈরি হয়েছিল তাদের সামনে।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলের হার তার ছিটকে দিয়েছে ফাইনালে ওঠার দৌড় থেকে। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারে তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী আসরের আগে নতুন কাউকে দায়িত্ব দিতে চান দিমুথ। তার মতে র্ধেক সময়ের পর দায়িত্বটি আমি হস্তান্তর করার চেয়ে একজন নতুন অধিনায়ক যদি পুরো সময় অধিনায়কত্ব করতে পারে তাহলে ভালো হয়।

দিমুথ বলেন, “আয়ারল্যান্ড সিরিজের পর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আমি নির্বাচকদের সঙ্গে কথা বলেছি। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দায়িত্বটি দুই বছরের জন্য পালন করতে হবে। আমার মনে হয়, অর্ধেক সময়ের পর দায়িত্বটি আমি হস্তান্তর করার চেয়ে একজন নতুন অধিনায়ক যদি পুরো চক্রটিতে নেতৃত্ব দেয়, তাহলে এটা বেশি ভালো হবে।”

২০১৯ সালে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কের দায়িত্ব পান দিমুথ। এরপর অধিনায়ক হিসেবে তার অভিষেক সিরিজেই  দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারায় লঙ্কানরা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন দিমুথ। যেখানে ১০টি করে জয়-পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। বাকি ৬টি হয়েছে ড্র।
 

Link copied!