শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সচিত্র সেনানায়েকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে শ্রীলঙ্কার একটি আদালত। ম্যাচ পাতানোর সাথে জড়িত থাকার কারণেই ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে সেনানায়েকের ওপর। দুইজন ক্রিকেটার টেলিফোনে সেনানায়েককে ম্যাচ পাতানোর জন্য প্রলুব্ধ করেছিল। সেই ঘটনার বিস্তারিত তদন্তের জন্যই শ্রীলঙ্কার আদালত সেনানায়েকের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
কোর্টের দেয়া সেই রায় অ্যাটর্নি জেনারেল বিভাগেও বহাল ছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ তদন্ত কমিটি অ্যাটর্নি জেনারেল বিভাগকে সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য নির্দেশনা দিয়েছিল। যদি এখনও কোন অভিযোগ প্রমাণ হয়নি। অভিযোগ প্রমাণিত হলে রায়ে আরও বড় শাস্তি পেতে পারেন সেনানায়েকে। সর্বোচ্চ ১০ বছরের জেল অথবা ৩ লাখ ১৭ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি ৩ কোটি ৪৮ লাখ টাকা) জরিমানা গুনতে হতে পারে। এমনকি দুই শাস্তিই পেতে পারেন শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার।
২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেনানায়েকে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে খেলেছেন ৭৪ ম্যাচ। যার মধ্যে খেলেছেন ১ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৮ উইকেট। ওয়ানডে ইকোনমিতে ৪.৭৬ ও টি-টোয়েন্টিতে ইকোনমি ৬.৭৭। ২০১৪ এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—শ্রীলঙ্কার দুই শিরোপা জয়ে দলে ছিলেন তিনি।