• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ ব্যর্থতায় লঙ্কান ক্রিকেটে পদত্যাগের হিড়িক, এবার সিলভারউড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৭, ২০২৪, ০৫:০৫ পিএম
বিশ্বকাপ ব্যর্থতায় লঙ্কান ক্রিকেটে পদত্যাগের হিড়িক, এবার সিলভারউড
ক্রিস সিলভারউড। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার ক্রিকেটে যেন পদত্যাগের হিড়িক পড়েছে। শ্রীলঙ্কার পরামর্শক কোচের পদ ছাড়েন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। একদিন পরই দায়িত্ব ছাড়লেন হেড কোচ ক্রিস সিলভারউড।

২০২২ সালের এপ্রিলে হেড কোচ হিসেবে দায়িত্ব নেন সিলভারউড। এ বছরের এপ্রিলে তার মেয়াদ শেষ হয়ে গেলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করা হয়েছিল।

কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ‘ক্রিকইনফো’কে জানিয়েছেন, সিলভারউড চুক্তি বাড়াতে চান কিনা, বোর্ডের সঙ্গে সেটি আলোচনা না করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এক বিবৃতিতে সিলভাউড বলেছেন, ‘একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, আমার বাড়িতে ফেরার সময় এসেছে। আমি পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে চাই।’

বিদায়বেলায় খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফ এবং শ্রীলঙ্কা ক্রিকেট ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানিয়ে সিলভারউড বলেছেন, তিনি অনেক সুখের স্মৃতি নিয়ে যাচ্ছেন।

খেলোয়াড়ি জীবনে একজন ফাস্ট বোলার ছিলেন সিলভারউড। তিনি হেড কোচ থাকাকালীন লঙ্কান পেস বোলিংয়ে চোখে পড়ার মতো উন্নতি দেখা গেছে। উঠে এসেছেন দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্ডো, মাথিসা পাথিরানা এবং নুয়ান থুসারার মতো পেসার।

সিলভারউডের কোচিংয়ে ২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপ জেতে শ্রীলঙ্কা, পরের বছর ওয়ানডে এশিয়া কাপে খেলে ফাইনাল।

তবে বিশ্বকাপে একদমই ভালো করতে পারেনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নবম হয়ে শেষ করেছিল লঙ্কানরা। এবার তো তারা বাদ পড়েছে গ্রুপপর্ব থেকেই।

শ্রীলঙ্কার পরবর্তী অ্যাসাইনমেন্ট ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, যা শুরু হবে ২১ আগস্ট থেকে।

Link copied!