বদনাম শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আর সেটা খেলোয়াড়দের পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ থেকে।
বিপিএলের একেকটা নতুন আসর আসে একগাঁদা আশা-আকাঙ্ক্ষার বুলি উড়িয়ে। যা হতাশায় রূপ নিতে খুব বেশি সময় লাগে না। চলমান বিপিএল শুরুর আগেও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মতো আয়োজনের স্বপ্ন দেখিয়েছেন বিসিবি কর্মকর্তারা। কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই পারিশ্রমিক বিতর্ক। কম-বেশি প্রায় সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অভিযোগ থাকলেও তাতে এককাঠি এগিয়ে দুর্বার রাজশাহী। এবার বিষয়টি নিয়ে এক বিদেশি ক্রিকেটারের কাছ থেকেই সরাসরি অভিযোগ এলো।
পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল রাজশাহী। যারা চলমান একাদশ বিপিএলে নবাগত দল। পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। পরে দলের পক্ষ থেকে তা সমাধান করার ঘোষণা দিলেও, এখনও প্রাপ্য টাকা পাননি বলেই অভিযোগ রয়েছে। তেমনই একজন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন।
আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে দলে ভেড়ায় দুর্বার রাজশাহী। চুক্তি অনুসারে দলটির কাছে তিনি ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা) পারিশ্রমিক পাওয়ার কথা ছিল। তবে তিনি এখন পর্যন্ত কোনো পারিশ্রমিকই নাকি বুঝে পাননি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের একটি ইংরেজি গণমাধ্যম। তাদের দাবি– বিসিবিকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি খুদে বার্তায় অভিযোগ দিয়েছেন সামারাকুন।
বিসিবির এক কর্মকর্তা ওই প্রতিবেদনে বলেন, ‘আমি আপনাদেরকে সঠিক নাম জানাতে পারছি না, কারণ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এমন বার্তা পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি।’ তবে গণমাধ্যমটি নিশ্চিত হয়েছে যে, সেই ক্রিকেটার রাজশাহীর হয়ে চলতি বিপিএলে একটি ম্যাচ খেলা সামারাকুন। তিনি ফোনকলে যোগাযোগ করতে না পারায়, বিসিবির কাছে বার্তা পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এর আগে সোমবার হঠাৎ করে এনামুল হক বিজয়কে অধিনায়ক থেকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আর এবার এলো সামারাকুনের অভিযোগের খবর।