• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৬ রজব ১৪৪৬

ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ১২:৩২ এএম
ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা
ভারতের উইকেট পতনে শ্রীলঙ্কার ফিল্ডারদের উল্লাস। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেলেও ওয়ানডে সিরিজে শক্ত পজিশনে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা দল। রোববার কলম্বোতে দিবারাত্রির দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তারা ৩২ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। 

ম্যাচে শ্রীলঙ্কার ৯ উইকেটে ২৪০ রানের জবাবে ভারত ২০৮ রানে অলআউট হয়ে যায়। 

শ্রীলঙ্কার জেফরি ভ্যানডারসি ৬ উইকেট লাভ করেন ৩৩ রান দিয়ে। তিনি ম্যাচসেরা হন। শ্রীলঙ্কার ইনিংসে অভিস্কা ফার্নান্ডো ৪০,  কামিন্ডু মেন্ডিস ৪০ ও ওয়ালাগে ৩৯ রান করেন। ভারতের ওয়াশিংটন সুন্দর ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট লাভ করেন। 

ভারতের ইনিংসে অধিনায়ক রোহিত শর্মা ৬৪, অক্ষর প্যাটেল ৪৪, শুবমান গিল ৩৫ ও বিরাট কোহলি ১৪ রান করেন। শ্রীলঙ্কার ভ্যানডারসি ছাড়াও চারিথ আসালাঙ্কা ৩টি উইকেট লাভ করেন। 

৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে ম্যাচটি টাই হয়। ফলে শ্রীলঙ্কার আর সিরিজ হারানোর আশঙ্কা নেই। তবে ভারত শেষ ম্যাচ না জিতলেই সিরিজ খোয়াবে।

Link copied!