নারী এশিয়া কাপ ক্রিকেটে প্রথম বারের মতো শিরোপা জিতেছে শ্রীলঙ্কা।
রোববার ডাম্বুলায় নবম আসরের ফাইনালে তারা ৮ উইকেটের সহজ ব্যবধানে সাত বারের চ্যাম্পিয়ন ভারতকে পরাজিত করে এই সাফল্য পায়।
ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৭ রান করে।
বিজয়ী দলের হারশিথা সামারাবিক্রমা ৫১ বলে ৬৯ রান করে ম্যাচসেরা হন।
এই আসরে ভারত সর্বাধিক ৭ বার শিরোপা লাভ করে। আর বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়। এবার বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়।