বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কা মাঠে নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে দুই দলেরই লক্ষ্য দুই দিকে। নিউজিল্যান্ড লড়বে বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার জন্য আর লঙ্কানরা লড়বে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখতে।
এই ম্যাচের উপর ভাগ্য ঝুলে আছে বাংলাদেশ এবং পাকিস্তানের। ব্লাক ক্যাপসদের হার পাকিস্তানের সেমিফাইনালের পথ সহজ করে দিতে পারে। আবার তেমনি বাংলাদেশকেও চ্যাম্পিয়ন্স ট্রফির রেসে অনেকটা পিছিয়ে দিতে পারে লঙ্কানদের জয়। আবার বেঙ্গালুরুতে আছে প্রবল বৃষ্টির শঙ্কা। সব ছাপিয়ে সেটাও রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে দুই দলের একাদশে একটি করে পরিবর্তন রয়েছে। কিউই শিবিরে লেগ স্পিনার ইশ সোধির জায়গায় ফিরেছেন পেসার লকি ফার্গুসন। অপরদিকে লঙ্কান শিবিরে কাসুন রাজিথার পরিবর্তে ফিরেছেন চামিক করুণারত্নে।
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস,মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা,ধনঞ্জায়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মাহেশ থিকশানা, চামিক করুণারত্নে, দুশ্মন্ত চামিরা ও দিলশান মাদুশঙ্কা।