• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে দ. আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৮:৫৪ পিএম
টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে দ. আফ্রিকা
সিরিজের ট্রফি সহ দুই অধিনায়ক মার্করাম ও সূর্যকুমার ছবি : সংগৃহীত

আজ বুধবার সেঞ্চুরিয়ানে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ করেছেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। চার ম্যাচের সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। 

যারা আজকের ম্যাচ জিতবে, তারাই এগিয়ে যাবে এবং তাদের আর সিরিজ হারানোর আশঙ্কা থাকবে না। রাত ৯টায় মাঠে গড়াবে এগিয়ে যাওয়ার লড়াই। 

এর আগে, সাঞ্জু স্যামসনের দারুণ এক সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় সফরকারী ভারত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের সেই নৈপূন্য চোখে পড়েনি।

গত রোববার রাতে জিকেবার্থা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া দল ৩ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা আনে। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১২৪ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৯ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে।

শুক্রবার চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে। সেইসঙ্গে শেষ হবে ভারতের  সফর।

খেলা বিভাগের আরো খবর

Link copied!