• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

বাংলাদেশে ক্রিকেট সফর নিয়ে দ্বিধায় দক্ষিণ আফ্রিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৪৩ পিএম
বাংলাদেশে ক্রিকেট সফর নিয়ে দ্বিধায় দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল। ছবি: সংগৃহীত

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজ অনুষ্ঠিত হবে। 

কিন্ত শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে সফরে দল পাঠানো নিয় কিছুটা দ্বিধায় রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 

তবে টেস্ট সিরিজে অংশ নিতে তারা রাজি। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা সপ্তম স্থানে রয়েছে।

এখনো কাগজে-কলমে তাদের ফাইনালে উঠার সম্ভাবনা আছে। 

অপরদিকে, বাংলাদেশ দল অতি সম্প্রতি পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে উঠে এসেছে। 

দক্ষিণ আফ্রিকা বলেছে, তারা দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

Link copied!