• ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ গাঙ্গুলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০২:১৪ পিএম
অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

বড় এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুরে দুর্ঘটনার কবলে পড়ে সৌরভের রেঞ্জ রোভার গাড়ি। তবে সৌরভ অক্ষত আছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম।

জানা গেছে, একটি লরি হঠাৎ গাঙ্গুলির গাড়ি বহরের সামনে চলে আসায় তার গাড়ির চালক দ্রুত ব্রেক কষতে বাধ্য হন। এর ফলে পেছনের গাড়িগুলো একের পর এক তার গাড়িতে আঘাত করে। সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে কনভয়ের দুটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। গাঙ্গুলিকে প্রায় ১০ মিনিট রাস্তায় অপেক্ষা করতে হয়, এরপর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অনুষ্ঠানে অংশ নেন।

সৌরভের সফর সঙ্গীদের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানায়, বড়সড় দুর্ঘটনার হাত থেকেই বেঁচে গিয়েছেন সৌরভ।

দাঁতনপুর থানার পুলিশের সূত্র অনুসারে হিন্দুস্তান টাইমস জানায়, সৌরভের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এই অস্বস্তিকর ঘটনার পরও গাঙ্গুলি সম্পূর্ণ স্বাভাবিক থেকে তার কর্মসূচি চালিয়ে যান। তিনি শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সৌরভ বলেন, “লক্ষ্য যেন বড় হয়, কখনই চটজলদি সাফল্যে মনোনিবেশ করা উচিত নয়। আর বড় লক্ষ্যের সঙ্গে সঙ্গে নিজেকে কঠিন প্রাকটিসে নিযুক্ত করাও জরুরি।”

Link copied!