• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনায় নারাজ সৌরভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১০:২১ এএম
আইপিএলের সঙ্গে বিপিএলের তুলনায় নারাজ সৌরভ

সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে এসেছিলেন ভারতীয় আইসিআইসি ব্যাংকের প্রচারণার কাজে। কিন্তু আপাদমস্তক ক্রিকেটের সঙ্গে জীবন কাটিয়ে দেওয়া মানুষটি ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি।

সফরের প্রথম প্রহরেই রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে টুর্নামেন্ট মেয়র কাপের। এরপর শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।

সভা শেষে সৌরভ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সৌরভ কথা বলেছেন এই সিরিজ নিয়েও। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও কথা বলেছেন। তবে সৌরভ বিপিএলকে আইপিএলের সঙ্গে তুলনা করতে নারাজ। 

সৌরভ বলেন, "সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। কিন্তু সবাই খেলতে পারে না। অথচ বড় বড় তারকারা জাতীয় দলেই খেলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে ক্রিকেটারদের খেলার উন্নতিও হয়। আগে তো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলা যেত না। এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটা হচ্ছে। এতে অনেক উন্নতিও হচ্ছে।"

তবে ভারতের আইপিএলের সঙ্গে বাংলাদেশের বিপিএলের কোনো তুলনায় যেতে চান না সৌরভ।

তিনি বলেন, "আইপিএল একটা আলাদা জায়গা। আন্তর্জাতিক ক্রিকেটারদের এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। অর্থনৈতিক ব্যাপারটাও এখানে অনেক বেশি বিস্তৃত। বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় লিগ আইপিএল। আমি তুলনা করতে চাই না। তবে বিপিএলও ভালো হয়।"

Link copied!