সৌম্য সরকার ও শেখ মেহেদির নৈপূন্যে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে হারিয়ে ক্যারিবিয়ান গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা ৫৬ রানে জিতেছে।
গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের এই আয়োজনে সাফল্য পেল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের। মহাগুরুত্বপূর্ণ ফাইনালে তিনি আরও দুর্দান্ত ব্যাটিং করেছেন। ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেই রংপুরের শুরুটাই ছিল দারুণ আক্রমণাত্মক। যদিও পাওয়ার প্লেতে তারা মাত্র ৪০ রান তোলে। ধীরে ধীরে দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলর গতি বাড়ান। উদ্বোধনী জুটিতে তোলেন ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করা টেলরের বিদায়ে সেই জুটি ভাঙে। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর।
সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। এটাই প্রথমবারের মতো অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ঝড়ের আভাস দেয় অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের দল ক্রিকেট ভিক্টোরিয়া। ৩.২ ওভারে ২৭ রান তুলে তারা প্রথম উইকেট হারায়। এরপর বলার মতো আর জুটিও গড়তে পারেনি রংপুরের প্রতিপক্ষরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভিক্টোরিয়া ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন জো ক্লার্ক। ২২ বলের ইনিংসে তিনি ৭টি চার মারেন। ব্ল্যাক ম্যাকডোনাল্ড ১৬ ও কারিমা গোর করেন ১৩ রান।
রংপুরের হয়ে টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করা যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং আজও সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন।