• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

সিলেটে ধুঁকছে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:৩৪ পিএম
সিলেটে ধুঁকছে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

২ উইকেটে ৯৮ রান করা বাংলাদেশ পরের ৫৬ রান করতে হারিয়েছে ৫ উইকেট। একে একে ফিরে গেছেন নাজমুল, মুমিনুল, মুশফিকুররা। মুশফিক, মুমিনুলের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানেরা উইকেট অনেকটা উপহার দিয়েছেন। দুজনেই মাসাকাদজার বলে ক্যাচ দিয়েছেন। নাজমুল আর মেহেদী হাসান মিরাজ আউট হন মুজারাবানির শর্ট বলে। তাইজুলকেও ফিরেছেন মাসাকাদজা।

স্কোরবোর্ডে ভদ্রস্থ পুঁজি করার আগেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান। ব্যাটারদের আসা যাওয়ার এই মিছিলে একমাত্র বলার মতো অর্জন মুমিনুল হকের ৫৬ রানের ইনিংসটা।  

লাঞ্চের আগে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়েছে পানি পানের বিরতির পর থেকে। জিম্বাবুয়ের বোলিংটাই যেন এখন বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতিমতো দুর্বোধ্য।

সকালের আলোতে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে খানিক চাপে পড়েছিল বাংলাদেশ। সেটা সামাল দিয়েছিল শান্ত এবং মুমিনুলের ৬৬ রানের জুটি। লাঞ্চের পর শান্ত আউট হলেন ব্লেসিং মুজারাবানির ফাঁদে পড়ে। শর্ট লেন্থ আর ফুল লেন্থের ধাঁধায় বিভ্রান্ত করেছিলেন বাংলাদেশ অধিনায়ককে। ৪০ রানে ফেরেন তিনি।

নতুন ক্রিজে আসা মুশফিকুর রহিম করেছেন মোটে ৪ রান। ওয়েলিংটন মাসাকাদজার একেবারেই নিরীহদর্শন বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন তিনি। খানিকবাদে সেই মাসাকাদজার বলে একইরকমের শট খেলে আউট হন মুমিনুল হক। যদিও আউটের আগে তুলে নেন আরও একটা ফিফটি। মুমিনুলের পর ক্রিজে এসে মিরাজ টিকলেন ৪ বল। মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ সহ-অধিনায়ক।  

জাকের আলী ১০, হাসান মাহমুদ ৪ রানে অপরাজিত আছেন।

Link copied!